হলো না সারা এ জনমে যাহা,
যুগ যুগ ধরে স্বপনে তাহা-
থেকে গেল রব, না হলো পাওয়া;
জনম অন্তর যা কিছু চাওয়া।
সেই মুখ আঁখি স্বর ভাসা কথা,
বুকে বেঁধে রয় কত নানা ব্যথা-
রাগ অনুরাগ কত হাসি আঁকা;
মেঠো পথ ধরে হাঁটা আঁকাবাঁকা।
কি যে লিখে চলি কাতর আবেশে,
কত কি যে ভাবি পরাণ ব্যাকুলে-
শূন্য পাতায় স্মৃতি থেকে যায়;
হৃদ্ জুড়ে ভাসি আলপনায়।