শুকনো কাগজ আর জীর্ণ কলমে,
অস্তের অরুণ আজ জীবন সায়াহ্নে-
আবেগের সুর তান স্বপনের বিলাপে;
গিটারের স্বরলিপি স্মৃতির আলাপে।
প্রদীপ্ত ত্বরণের তিমির আঁধারে,
মাতাল অধর কাঁপে নিপট আদরে-
অনাহূত দিনলিপি ভেসে চলে দিবসে;
নিকোটিন ভরা ছাই ছেড়ে যায় বাতাসে।
কত কথা কত ব্যথা অনুভব মননে,
পুরাতন স্মৃতি সব সময়ের সমনে-
সূর্য উদিত মন প্রলেপের মলমে;
বিচিত্র ভবখেলা মেতে চলে ভুবনে।