প্রতি মানবের জীবন ধারায়,
গল্প সুপ্ত আছে যে সেথায়-
অতীতে যে গাঁথা শুরুতে ভাসায়;
বদল করা তাকে না মানায়।
মোদের কঠোর শ্রমের মালায়,
রচি কিছু কথা জীবনে মোরা-
শেষ কিছু তার হৃদয় ছায়ায়;
নব কলেবরে রহে যে তারা।
চরম সত্যে যা কিছু হারায়,
মহা এ ধরণী জীবন ধারায়-
পুনঃ ফেরে তা যে ভবের খাতায়;
অন্য রূপের ডালি সাজায়।
কত কি বিষয় জীবদ্দশায়,
থাকে হৃদে জাগি আশায় আশায়-
না করে ভাবন না যে নিরাশায়;
বৃথা জমা রাখি মনের ভেলায়।
জেগে কিছু আজও চরিতকথায়,
মানবতারই বিজয় গাঁথায়-
স্বস্তি আসুক মানবিকতায়;
মন পাখি ডাকে প্রফুল্লতায়।