বলতে কি পারো তুমি জীবনটা ভাসাতে,
কি যে লাগে বেশি করে মন ভরে কিসে তে-
শান্তি কি পাবে না ছোট বলে ঘরটা;
একা আছি ঘরেতে ভরে না যে মনটা।
বড়ো ঘরে কি বা লাভ একা সেথা থাকতে,
মন তবু বলে চলে এটা ওটা চাইতে-
খাওয়া পড়া ভরা সব মন তবু দুখী যে;
ভ্রমটা যে থাকে বেশি এই চাওয়া পাওয়াতে।
কিছু লোক বলে চলে বহু কিছু চাই যে,
যতো আছে বাহারী তত সব নাই যে-
আর কিছু জন বলে জীবনটা এগোবে;
খাওয়া থাকা পরিধান হলে শুধু চলবে।
নানা জনে নানা মত আসল যে মনটা ,
দেখো ভেবে গভীরে জীবনের রঙটা-
শান্তি কি যাবে পাওয়া যতো কিনি দামীটা ;
নাকি খুশি থাকবো ভরে যদি মনটা।
মনে যদি লেগে থাকে চাই চাই রবটা,
মিটবে না কিছুতেই ভবের এই চাপটা-
দরকার নেই তবু বেঁচে থাকে চাওয়াটা;
মিটবে কি কোনোদিন চাহিদার পাওয়াটা ?