নীরবে নদী যে বয়ে যায় চলে,
ঘাত প্রতিঘাত তার কত কিছু ভুলে-
জোয়ার ভাটার চাপ শত লয়ে কত;
তবু যে না থাকে তার চেতনে যে ক্ষত।
কুলু কুলু বহে নদী শান্ত বদনে,
সাক্ষী থাকে সে কত যে পতনে-
নরনারী তীরে তার হাহাকার রবে;
তবুও নিথর থাকে মানব দহনে।
বুকে নিয়ে কত মহা জলযান তুলে,
লক্ষ মীনের বাস দাপাদাপি ভুলে-
বয়ে চলে তবু সে সুধীর ললাটে;
স্ফুলিঙ্গ স্রোতের টান অমল দাপটে।
কত রূপ স্রোতে আজ ভাসি যে মোরা,
ভবখেলা ছলে সে তো প্রতিঘাতে মোড়া-
নদীর ললাট ছুঁয়ে পাই যেন শিরে;
সুমধুর সুরে ভাসি শান্ত ভুবনে।