মন্দ ভালোয় সুর মিলিয়ে,
বাঁচে মন ওই শিরায় শিরায়-
ঝড়ো হাওয়ায় ধুলি উড়িয়ে;
ওড়ে মনপাখী শাখায় শাখায়।
বেসুরো লয়ে মন ঝরিয়ে,
জীবন চলে ছায়ায় ছায়ায়-
অজানা ভীতির আগ ছড়িয়ে;
পথ যে চলে কাঁটায় কাঁটায় ।
অজ্ঞাত কোন ভাইরাস ভয়ে,
প্রাণহানি হয় হাজার হাজার-
জীবন জয়ের ঝড় এড়িয়ে,
মন বয়ে যায় ব্যথায় ব্যথায়।
দুঃখ সুখের দীপ জ্বালায়ে,
ফুল শোভা পাক পাতায় পাতায়-
দিশার আলোর পথ না দূরে;
হই আগুয়ান আশায় আশায়।