আমি হারিয়ে যাই কোন সে জগৎ গড়ে,
আমি তলিয়ে যাই নিশিত রাতের তরে-
পাই না দুকূল না পাই নবীন দিন ;
দেখি যে সদা সত্য ভবের ঋণ ।
আমি হারিয়ে যাই কোন সে সাধন রণে,
আমি তলিয়ে যাই অজানা গহন পণে-
পাই না শান্তি না পাই জীবন গতি;
দেখি যে সদা মিথ্যা ভবের জ্যোতি।
আমি হারিয়ে যাই কোন সে অন্ধ পথে,
আমি তলিয়ে যাই অচেনা জীবন সাথে-
পাই না স্বস্তি না পাই গমন দিশা;
দেখি যে সদা প্রলয় ভবের নেশা।
আমি হারিয়ে যাই কোন সে জীবন দোরে,
আমি তলিয়ে যাই উথাল সাগর চরে-
পাই না খুঁজে সরল শ্বাসের পবন;
দেখি যে সদা ভগ্ন কালের শ্রাবণ।