তড়িৎ নিয়ে রেলের গাড়ি,
সদাই ছোটে দমে-
অষ্ট প্রহর পবন পেরিয়ে;
ছলন বিনায় চলে।
রোদ বৃষ্টি ঝড়ে জলে,
দাপায় বিরামহীন-
দুঃখ কষ্ট সহ্য দমেই;
বুক চিতিয়ে সই।
ঘরকন্যার নাই যে বাহার,
নাই যে ভবের কোপ-
ঘাড় উচিয়ে দুলকি চালে;
না পায় বুদ্ধি লোপ।
হরেক মালের বহর নিয়ে,
ঝন ঝনিয়ে বাঁকে-
একটু হঠাৎ দম জিরিয়ে;
দৌড়ে বাঁশি হাঁকে।
জীবন গাড়ির চালক হলে,
মন্দ না হতো সে যে-
ইস্টিশনেই জীবন সাজিয়ে;
হিসাবে গড়াতাম তেজে।
রেলের চাকার মতই যদি,
ছোটাতাম পথ জোরে -
পাওয়া চাওয়ার হিসাব নিকাশ;
নাইকো থাকতো পড়ে।