চার দুই চাকা মাঝে সবেতেই পাকে জট,
সাইকেল গাড়িতে রাস্তা যে উদ্ভট -
ততোধিক জনেতে বাসে ফাঁকা অল্প ;
ভাড়াটা যে বড় বেশি পিছে বহু গল্প।

মুখ বাঁধা গরমে ঘাম ঝরে পটপট,
করোনার কথা মনে না যে করি ছটফট্-
কার হৃদে বসে বাধা আছে সেথা ভাইরাস;
শঙ্কায় থাকি মোরা ভয় মনে একরাশ।

চাকরিটা বাঁচাতেই ছুটে চলি ভুলি সব,
গুটি কত বাহনে যাত্রায় তুলি রব -
কাগজে খবরে শুধু চলে কথা বাহুবলী;
বাস্তব কাঁটা পথে নিয়মটা ছুঁড়ে ফেলি।

জনগন কত আর করবে যে ছটফট্,
সরকার কবে দেখি দূর করে সংকট-
এভাবেই ছড়াবে যে ভাইরাস শরীরে;
জীবনটা রাখি বাজি জীবিকার খাতিরে।