বেলা যায় চরাচরে জমে এসে ছায়া,
পথ তবু ধীরে চলি করি না যে মায়া-
আঁখি পটে ভয় সদা অজানা চেতন;
হার জিতে ভরা মনে জটিল কিরণ।
দিন হায় বয়ে যায় ভীতির ছলে,
গভীরে জড়ায় প্রাণ কিসের ডরে-
না জানি পথ চলা কোন দিশা জুড়ে;
আশার আলোর পথ আর কত দূরে।
কত আশা ভয় ব্যথা দেখি চারিপাশে,
হৃদ ভারে নুয়ে থাকে কত নর লাশে;
কিবা করি শুধু দেখি ভয়াল নয়নে-
ভাইরাস ভয়ে মন রাখে যে দখলে।
অশ্রুত গতিপথ কোথা পাই কূল,
বিভ্রমে ভব সাঁঝে করি কত ভুল-
চেনা পথ মন মাঝে অচেনার সুর;
নবীন দিশার পথ রয় কত দূর।