মায়া ঘুম আঁখিদ্বয়, কাদা মাখা পথে,
আলপনা আঁকা কত, স্মৃতি ভরা সাথে;
দিশাগুলো বাঁচে আজ, ফেলে কিছু ব্যথা-
স্রোতের সমরে মেতে তবু ভেসে থাকা।
মনন দোলায় সুখ, তারা আজ দোলে,
কাঁটা ডালে গোলাপের দুখ না তো ভোলে;
ফুলে ফুলে মধুকর আশা নিরাশা-
ছেলেবেলা দিনগুলো আজ দুরাশা।
পরিবার পরিজন ভরা আলো সাঁঝে,
কি যে যেন না থাকে, ভব খেলা মাঝে-
মরীচিকা কায়া মন, পালা করা রং;
মনাধারে জমকালো সুখে থাকা সং।
অসাড় নীরস গতি প্রাণহীন পথে,
অহরহ কাজগুলো একঘেয়ে গতে-
নেই আজ উত্তাপ হিসাবের খাতা;
ইহ পথে দিন ছোটে নেই সেথা মাথা।