লম্বা বটে মধ্য বয়স নয়তো কৃষ্ণ কালো,
এক যে ছিল নদের পোলা দেখতে মন্দ ভালো-
বুকটা বেঁধে প্রাণটা ভরে কর্ম করে সাধে;
সুজন কিছু ভাবায় তাকে কথামালার ফাঁকে।
আজ তার ওই জন্মদিনে স্বপ্ন রঙিন মালা,
মানবতার কলায় চলে নিত্য নতুন পালা-
সুহৃদ সজল সঙ্গ পরশ যুক্তি পথের বাঁকে;
নেশায় মেতে পথের মানে খোঁজে ভবের সাঁঝে।
রাজমাতার ঐ হরেক ঢঙে যুক্ত নানান কাজে,
ব্যস্ত তবু হৃদয় ছোঁয়ায় স্বস্তি মেলে না যে-
মনন মাঝে তৃপ্তি ভরে জীবন খোঁজার কালে;
কাজের ফাঁকে খুঁজেই চলে জীবন পথের মানে।
তবুও নদের পুত যে মোটেও না পায় খুঁজে ভাষা,
ভবের ভেলায় ভাসার পথে করে নানান আশা-
আসল নকল রত্ন পাথর এদিক ওদিক মেলে;
স্বপ্ন কি তার হবে সফল অর্ধ শতক ফেলে ?