শহর যে ফিরেছে চেনা ছন্দে,
গাড়ি ঢাকে রাস্তায় নামে রন্ধ্রে-
দেখি আর ভাবি বসে হয়নি তো কিছু;
চার চাকা ছুটছে চাকা দুই পিছু।
ভুলে গেছি মোরা আজ করোনার ব্যথা,
ভাইরাস ভয়ে আর ভীত নই যেথা-
সকল বাহন ভরা মানবের ভিড়ে;
রাস্তায় চলা দায় যান জট ঘিরে।
জীবনের দাম নাই মানবের তরে,
ভাইরাস মহা খুশি লোক নাই দূরে-
আক্রোশ দেখি কত করোনার চোখে;
মরণের দিকে মোরা আগাই যে সুখে।
কত আর ভাসবো বিলীন সাগরে,
মৃত্যুর ফাঁদ পাতা আছে চারিধারে-
নিস্তার নাই আর বিলোপের তরে;
বাঁচবার পথ নাই দেখি বারে বারে।