এমনই যদি হতো সত্যি,
সবাই মোরা হয়ে পক্ষী -
উড়তাম ওই নীলাকাশে;
মধুর গগন জয়ের শ্বাসে।
রঙ্গিন ডানায় মিষ্টি সবুজ,
উড়তাম শুধু না হয়ে অবুঝ -
রইতাম সবার সাথী যে বেশ;
উড়িয়ে ধূলায় ক্ষোভ বিদ্বেষ।
ব্যস্ত দিনের আশায় পাওয়া -
হরেক রঙিন জীবন গাওয়া;
সত্তা নদের আসা যাওয়া -
হতো শেষ বেশ চাওয়া পাওয়া।
জীবন তরীর শখ আহ্লাদ,
দুখ্য সুখের বিষ জল্লাদ -
ডানার ছোঁয়ায় হীরা পান্না;
থাকতো না বেশ শোক কান্না।
বলো তো কেমন হতো মজা-
পক্ষী হয়ে উড়তে তাজা,
ভাবনার হতো সব বিনাশন;
নিরাশার হতো বেশ সমাপন।