ইচ্ছা জাগে ভালোবাসার স্বাদ নিতে,
সোহাগের উজান ত্বরণে গা ভাসাই-
তনু মন সদাই জ্বলে চাহনীতে;
উথাল রসের বিলাস স্বপনে মন রাঙাই।
ইচ্ছা জাগে তৃষ্ণা মনের স্বাদ নিতে,
অটবি কোলে মৃগয়ার তালে ছুটে বেড়াই-
মাতাল হৃদে রঙিন ডানা মেলে দিতে;
সাগর তটে প্রীতির ঝিনুক খুঁজে বেড়াই।
ইচ্ছা জাগে উষ্ণ ছোঁয়ার স্বাদ নিতে,
জ্যোৎস্না রাতের মায়াবী চোখে ঠোঁট রাঙাই-
কল্প মায়ার পাতায় সুরা ভরে দিতে;
মান অভিমান সুরের প্রলাপে স্বর মেলাই।
ব্যাকুল প্রাণে উঠুক জেগে ইচ্ছা সকল,
শালীনতায় ভরে চলুক এই খেলাই-
দহন মনে নিখাদ বিচার নিক দখল;
ইচ্ছা মতির স্বপ্ন সাঁঝে দিন কাটাই।