মনে বড় ইচ্ছা জাগে অরুণ উদয় দেখে,
ভোরের আকাশ হবো আমি আজি প্রভাত থেকে-
উচ্চ গগন থেকে ভরা শ্বাসটা নেওয়ার আশা;
তাইতো মনের মাঝে গাঁথা চলন উড়ান ভাসা।
সূর্য তাপে তপ্ত রোদে আকাশ ভরা স্রোতে,
হৃদয় ভরা কষ্ট গুলো সামলে নিয়ে ছোটে-
মেঘের দেশে বরফ মালায় দুঃখগুলো কত;
জমাট বাঁধে হিমেল হাওয়ায় দুখানুভূতি যত।
উদাস মনে ভাবি সদা আকাশ হওয়ার কথা,
তবু কেন না যে পারি চাপি মনের ব্যথা-
বৃথাই কেবল গগন পানে তাকিয়ে চেয়ে থাকি;
ব্যাকুল হৃদয় ছুঁয়ে শুধু মনের ভেলায় ভাসি।
ভাবি কত আকাশ হয়ে দেখবো জগৎ আসল,
দেখবো যত মানুষ কূলের ব্যস্ত জীবন সকল-
অন্তরতায় সেথায় ভেসে সাজিয়ে চাওয়ার ডালি;
উজাড় করে দেবো সবই রাখবো না এক ফালি।
আকাশ ভরা প্রাণের আলোক ঝরুক সবার বুকে,
জীবন মারণব্যাধি সকল যাক তো ধুলোয় মিশে-
আকাশ হওয়ার সাধটা মিটুক জ্বালিয়ে তারার আলো;
বৃষ্টি হয়ে মনটা যেন করে যে সবার ভালো।