হৃদ মাঝে আশা একরাশ রাখি চেপে,
তপ্ত পরশে হাতখানি বুকে রেখে-
উড়ে যাই কোন নিরালার নির্জনে;
ভেসে চলি এক মিষ্টি সুখের দেশে।
কম্পিত তব ওষ্ঠ যুগল মাঝে,
সুর তুলি কোন অজানা সুখের লাজে-
কি সেই চাওয়া চঞ্চল প্রাণে ডাকে;
লাজুক নয়নে সদা চেয়ে থাকো সাঁঝে।
পরশের মাঝে এ কোন তড়িৎ খেলা,
হৃদয় মাঝে জ্বলে যে পাওয়ার মেলা-
বাক্য না জাগে উভয় বক্ষ তরে;
কামনা অনলে মন যে দগ্ধ করে।
আলিঙ্গনের কল্প মধুর আবেশ ,
আকুল প্রাণে মায়ার বাদল প্রবেশ-
দুরু দুরু বুকে তপ্ত ঠোঁটের পরশ;
হারায়ে হরষে সুখ হৃদয়ের মানস।