কেন রও সদা জুড়ে মোর চেতনে,
না যে পারি ভাবিতে সরমে মরমে-
অহ নিশি জুড়ে থাক মম মন মাঝারে;
মন মাঝি চঞ্চল সোহাগীর ভ্রমরে।
কতো জাগি রজনী সাথে লয়ে মননে,
স্বপনে পরশে কাঁপে যামিনী জোছনে-
হিসাবের ছলনায় কত ভাবা করি পেশ;
না পারি যে মেলাতে বৃথা কাটি শেষমেশ।
দিবস রজনী তবু না ভুলি যে তব রূপ,
বুক ভরা কথা নানা রাখি বাঁধি নিঃশ্চুপ-
ভাবে মন কবে কোথা কথা হবে আবেগে;
আশা যত ছিল কিছু হবে শেষ প্রবাহে।