না জানি মোরা পারবো কি তবে,
করোনা বিনাশে মাতবো যে কবে-
কত যে জমেছে শবের পাহাড়;
কেমনে আসবে শান্তি আবার।
না জানি মোরা পারবো কি তবে,
করোনা দমনে জিতবো যে কবে-
শঙ্কায় ভরা ধরণী আঁধার;
কেমনে বাঁধবো আশার পাহাড়।
জিতবো মোরা পারবো আবার,
করোনা নিধন করবো এবার-
আবার ওড়াবো শান্তির ধ্বজা;
গড়বো মেদিনী স্বচ্ছ তাজা।