ক্লান্ত হৃদয়ে সওয়াল ওঠে যে,
জীবন পাশার হিসাব নিকাশে,
কিছু যা পেলাম সাধের এ ভূবনে;
চেয়েছি যা কিছু পেয়েছি নিখিলে?
শুধাই শুধুই জ্বালায়ে মরমে,
ভাবানুভূতির ত্রিলোক নয়নে -
দ্বন্দ্ব সতত মনন মাঝারে;
জীবন বীথির নীরব দহনে।
চলন পথের হিসাবী ফাঁকে,
সাথে পথ চলার শান্ত বাঁকে-
জাগে প্রশান্তি একাকী কদমে;
চাওয়া না পাওয়ার স্বচ্ছ স্বপনে।
লেনা দেনা এই সূক্ষ্ম হিসাবে,
সান্তনা যা পাই চিত্ত জুড়ায়ে-
পাওয়া কিবা কম প্রাপ্তি জীবনে;
পেয়েছি অনেকই জড়ায়ে ভূবনে।