লোকজন দেখি কত বড় রাস্তায়,
ছুটছে মানুষ দেখো কি অবস্থায়-
সারি সারি গাড়ি আজ চলছে যে ছুটে;
জীবনটা মানুষের নিচ্ছে তো লুটে।
চাকরির তরে সে তো জোনাকির রঙে,
জ্বলছে জনের মন শঙ্কার ঢঙে-
কি বা এসে যায় মান মালিকের প্রাণে;
জীবনটা মানুষের যাচ্ছে যে দানে।
মৃত্যু কামান দাগে সমরের যানে,
চিন্তায় সদা দুখ ভুখ ভরা প্রাণে-
আগুয়ান হাঁকিছে ঐ কিসেরই সাধনে;
প্রলয়ের তরে না কি শোষণ প্লাবনে।
আছে কি কারুর আজ চিন্তা মননে,
কর্মী দুরন্ত হাজিরা সমনে-
কত জনে থাকে সেথা দূর বহু দূরে;
আসবে সে কিসে শুনি জীবিকা সমরে ?