হাসপাতালের বহির্বিভাগ ব্যস্ত সেথা সদা,
নানান রোগের হরেক রুগীর মস্ত মিলন সেথা-
ব্যাধির বহর কঠিন ভরা আজব নানান ব্যথা;
পূর্ণ আসন, কেউ বা রুগী কেউ বা রুগীর সখা।
কত আশা, নয় নিরাশা কঠোর সেথা নীতি,
সুদূর পথের ভোরের সকাল বদ্যিনাথের স্থিতি-
উদর খালি, ক্লান্ত কায়া, রোগের ভয়ে লাজুক;
বদ্যিবাবু ব্যস্ত সদা রুগীর কথায় ভাবুক।
তথ্য ভরা বার্তা লেখা দেওয়ালগুলো ভরা,
পথ্য ওষুধ গন্ধে ভাসা শাসন সেথা কড়া-
জটিল রোগের মরণ ফাঁদে আটক হৃদয়খানি;
আকুল মনে ব্যাকুল পথে হার যে মানে বাণী।
বদ্যি বাবুর মেলার ওষুধ রং বেরংয়ের বড়ি,
সূচিপ্রয়োগ হলেও তবে লাগবে নাকো কড়ি-
এক্স রশ্মি কার্ডিওগ্রামে নানা কায়দা রীতি;
সব কর্মই সচল সেথা মেনে সর্ব নীতি।
রক্ত গুণের ভালো মন্দ বিচার করে বদ্যি,
রোগের প্রকোপ কেমনতর বুক ব্যথা জ্বর সর্দি-
তবু বলি ভাই, আমরা যারা নিজেই নিজের বদ্যি;
প্রকোপ কেবল বাড়লে পরেই তলব আসল বদ্যি।