পড়ে সব কিছু, না মেলে অর্থ,
নাট্য মঞ্চে ফুরায় স্বার্থ-
চেনা গলিপথে না হয় দেখা;
হিয়ার কোটরে লুকিয়ে ব্যাথা।
চাতক আজও যে বৃষ্টি মাঙে,
ভবের অতীত আভায় রাঙে-
দিনগুলো ছিল সোনায় পাওয়া-
মনে যে উড়তো মাতাল হাওয়া।
আজ সবই হায় বাঁধন ছাড়া,
মান সম্ভ্রম হৃদয় হারা-
রাগ বিদ্বেষ লড়াই কেবল;
না রহে সেথা আত্মা সবল।
স্মরি আজি সব সোনালী সুভাষ,
হিয়ার মালায় সুরভি সুবাস-
মনের আশায় মেলে যেন সব;
হারানো সুরে বাজুক সে রব।