মশলা আলু টক আর ঝালে,
হালকা খোলায় দেখতে বেশ-
নাদুস নুদুস ফুলকো চালে;
এক কামড়ে হবেই শেষ।
বৃদ্ধ যুবক বাচ্চা ছোঁরা,
সব বয়সেই মানায় বেশ-
ঝালটা হবে একটু কড়া;
চোখের জলে থাকবে রেশ।
পাঁচটা ছটা দশটা গোলে,
উদর প্রেমে মাতায় বেশ -
দেখবো তুমি কয়টা নিলে;
এক নিমেষেই করলে শেষ।
দই বাহারী মিষ্টি মালায়,
তৃপ্ত হিয়ার সিক্ত স্বাদে-
তেঁতুল রসের রূপের ভেলায়;
স্মৃতির মেজাজ থাকুক প্রাণে।
সন্ধ্যা সাঁঝে হালকা খোপায়,
মেলার দলে লাগবে বেশ-
পাড়ার মোড়ে প্রেমের ছোঁয়ায়;
স্নিগ্ধ প্রাণে জুড়ায় রেশ।