হরেক মালের গয়না বাহার,
নেইকো সে আর দিন-
ট্রেনেই ফেরি ট্রেনেই আহার;
স্মৃতির সে সব দিন।
আজকে সবার কি যে হাল,
নেইকো ট্রেনে বাসে-
ক্রেতার অভাব নেই কো চাল;
দুখেই স্বপন ভাসে।
কেউ বা করে সবজি ফেরি,
কেউ বা মাতে মাছে-
ভাঙ্গে সবে পায়ের বেড়ি;
ভবের খেলায় বাঁচে।
কি আজব দিন যে এলো,
শ্রমের মূল্য নাই রে-
দিনের টাকা দিনেই গেলো;
সাশ্রয়ে হীন হয় যে।
কোথায় নেতা কোথায় দাদা,
কাউকে না পায় পাশে-
নিজের জীবন নিজের সাজা;
কঠোর শ্রমেই বাঁচে।
আর কতকাল চলবে খেলা,
অর্থ ধন আর নাই যে-
আশার আলোয় ভাসবে ভেলা;
সুখের জীবন চাই যে।