জুড়ে আছে হিয়া মাঝে চেনা এক পাখি,
ডানা মেলে উড়ে আসে বার বার-
আলাপের কত কথা মায়া মাখা আঁখি;
বেদনার স্মৃতি শুধু দহনে ছারখার।
ব্যথা ভরা অন্তর জমা থাকে হৃদে,
চাওয়া পাওয়া হিসাবের খাতা কলমে-
নদের হঠাৎ ঢেউয়ে পাড় যায় ভেসে;
অভিলাষা না যে মেটে সাধের মরমে।
ভাবনার মায়া কোষে প্রীতির হরষে,
কাতর মনটুকু না যে হয় দেওয়া-
সাহসের বেড়া জালে হৃদয় পরশে;
হার মানে শরমের মন দেওয়া নেওয়া।
নানা ব্যথা লেখনীতে ভরে যায় পাতা,
স্বপনের তুলি রঙে মুখ তারই আঁকা-
অলীক কল্প সুখে শেষ হয় খাতা;
পাওয়া কিছু না যে মেলে সবই শুধু ফাঁকা।