সাধ ছিল রঙিন এক বসন্ত দেব,
এক প্রাণে প্রকৃতির মায়ায় ভাসাবো;
গোধূলি রাঙা গগনে গরজে বাতাস-
তবু আবেগে রাঙে ভাবুক আকাশ।
হিয়া মাঝে অশান্ত ফাগুন হাওয়ায়,
কলির আবেগে ধূসর মধুর ছোঁয়ায় -
হৃদয় ডালায় আঁকি মুহূর্ত সব কত;
তুলি রঙে দিই ঢেলে আসক্তি কত শত।
জগতের মান ভাঙা বাঁধন খুলে,
প্রাণ যে হারাতে চায় রঙিন দিনে-
দূর অজানায় ভেসে মনন ভেলায় ;
ইচ্ছেরা মাতে শুধু ফাগুন সুরায়।
ভাবিত হৃদয়ে কাঁপি ভয়াল দহনে,
এলোমেলো কথা মালা শয়ন স্বপনে-
ব্যাথা অনুভব হৃদে ভেসে চলে ক্ষণ;
আলোয় আঁধার বেলা মাতাবে কি তন?