রঙের ফাগুন ভেলায় ভেসে,
আবির খেলায় রাঙিয়ে মেতে-
খুশির দোলের বার্তা আসে;
সবাই ভরুক রঙিন শ্বাসে।
শিমুল পলাশ কোকিল সুরে,
লাজুক উতল প্রাণের নীড়ে-
পরাগ ফাগে ভরলো ভুবন;
ভরিয়ে দুহাত হৃদয় সুজন।
মেঘের ভেলা আকাশ ফাঁকে,
ওষ্ঠ যুগল শরমে কাঁপে-
বাঁধন ছেড়ে মাতাল হাওয়া;
ভাব বিনিময় সোহাগ পাওয়া।
শোভন মধুর মিলন মেলা,
প্রীতির সুরে সাঁঝের বেলা-
আবেগ প্রেমের পরশ মাঝে;
মন আঙিনায় তৃপ্তি জাগে।
চিররঞ্জিত ফাগের ভেলায় ভেসে
সকল মহোদয় কবিদের জানাই ~
🙏 বর্ণময় মিষ্টি শুভেচ্ছা 🙏