অনেকখানি হারের মাঝে একটুখানি পাওয়া,
তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া-
কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতির রোপণ;
গতির ভেলায় চলতে হবে - এরই নাম জীবন।

বেশ কিছুটা কষ্ট পাওয়া একটুখানি হাসা,
রং মিলিয়ে চলতে থাকে মানব মনের ভাষা-
কিছু ইচ্ছা ভুলে আবার নতুন সাধের ভ্রমণ;
লড়াই করেই চলতে হবে - এরই নাম জীবন।

অনেকখানি হারিয়ে যাওয়া একটুখানি খোঁজা,
হৃদয় দ্বন্দ্ব চলতে থাকে দিয়ে কিছু সাজা-
কিছু পথের ভুলের মাঝে নতুন সঠিক চলন;
আপোষ করেই চলতে হবে - এরই নাম জীবন।

বেশ কিছুটা সহ্য করা একটুখানি আশা,
নতুন ক্ষণের ভরসা নিয়ে আবার ভবে ভাসা-
কিছু জীবন ত্রুটির মাঝে নতুন করে গমন;
দুঃখ সুখেই চলতে হবে - এরই নাম জীবন।

জীবন দুখের আঁতুড়ঘরে একটুখানি পাওয়া,
চাওয়া পাওয়ার মাঝে কিছু নতুন জুড়ে যাওয়া-
কিছু ভরসা বুকে নিয়ে কাটে আয়ুর লগন;
প্রতিবাদেই চলতে হবে - এরই নাম জীবন।