ফাগুন সৃজনী ভরা বিকালে,
মৃদু বাস মাখা স্নিগ্ধ পবনে-
এলোকেশী আসো কৃষ্ণ বেনুতে;
আসো চুপিসারে মনন আঁধারে।
লয়ে তনিমা ঐ দিবাকরে,
শুভ্র বসনা রূপসী আঁখিতে-
উড়িছে বলাকা গোধূলি গগনে;
স্বরূপা আজি হয়েছো মানসে।
শান্ত দরদী লাজুক নয়ণে,
প্রথমা রমণী তুমি সপি যারে-
কম্পিত হাতে দুরু দুরু বুকে;
করদ্বয় ভরি পলাশ মুকুলে।
নম্র পরশে কাঁপা রাঙা মুখে,
রাখিনু ফুলখানি তব বেনু মাঝে-
লাজে রাঙা মন ফাগুন অনিলে;
আজো মন ভাসে মায়াবী পলাশে।