আধশত দিন গৃহ আবদ্ধে,
স্থির হীনতার ঘোরে-
কত মানুষের বলিদান সহে;
লড়ছে জীবন জুড়ে।
মানুষ হাঁটছে মৃত্যু মিছিলে,
ভয়াল মারণ রোগে-
রেলের চাকা নিচ্ছে প্রাণটা;
নিধন গ্যাসের গ্রহে।
কত দিন জাতি সইবে মরণ,
উপায় কি নাই কিছু ?
প্রতিদিন ভরে মৃত্যু আধার;
জয়ে প্রাণ বাঁচে কিছু।
কোথায় লুকায়ে কার হৃদ মাঝে,
মৃত্যু প্রহর গোনে-
বাহিরে নিত্য জিনিস খোঁজে;
স্বস্তি নেই গো প্রাণে।
কবে বন্দী ঘুচায়ে খুলবে তালা,
পুনঃ বাঁধবো স্বপন বুকে-
তবুও স্বস্তি না থাকে প্রাণে;
করোনা সমূলে যাবে তো চলে ?