দূরত্ব কি কেবলই মনের বিস্মৃতি?
নাকি হৃদ মাঝে রোপিত কিছু তিক্ত স্মৃতি-
সেকি শুধুই অপেক্ষা আর আশা;
নাকি শুধু মান অভিমানের নিরক্ত ভাষা।
দূরত্ব কি শুধুই মনের আকুলতা?
নাকি দীর্ঘ অদেখার তীব্র ব্যাকুলতা-
সেকি সুখো রাতের জ্যোৎস্না আলো;
নাকি দুখের সাঁঝের কাজল কালো।
দূরত্ব তার কড়া রাগ ঝরা অভিমান,
ভালোবাসার ছোঁয়ায় তার নেই কো অভিযান-
কোথায় তার বাস ? শয়নে স্বপনে ?
নাকি দূরে কোথাও মননে বাঁধনে।