আঁখি দ্বয় মুদে স্বপ্ন মাঝে,
মাতাল নয়ন কাজল ভাঁজে-
মায়াবী পরশ স্বপনে খোঁজে,
মনন মাঝে সোনালী লাজে।

সাঁঝবেলার ঐ লাজুক মুখে,
দখিনা পবন দোলে এলোচুলে-
রামধনু নভো পূবালী সুরে,
তারার মাঝে ধ্রুবতারা ছুঁয়ে ।

রুনুঝুনু সুর তোমার নূপুরে,
ছন্দ তালের স্নিগ্ধ শোভনে;
অবুঝ হৃদয়ে খুঁজি ফিরি বারে-
না পারি ছুঁতে তা মরমে শরমে।