নিশিদিন তুমি থাকো এই মন মাঝারে,
না বলা কত কথা মনে বলি তোমারে-
স্বপনে যতনে থাকো মম প্রাণ সাজায়ে ;
কত বুলি কত ব্যথা রাখি চাপি হৃদয়ে।
না পারি ধরিবারে তবো কায়া ছায়ারে,
ভরি তবু ভব সুখে চিন্তনে তোমারে-
আঁখি জোড়া কাঁপা ঠোঁট পারি নাকো ভুলিতে;
আশা ভরা বুক বাঁধি তবো আঁকা তুলিতে।
দিবস রজনী বয় তব নাম গাঁথাতে,
আঁখি মুদে ভাসে সদা মুখখানি হরষে-
ভাবে মন কবে কোথা কথা হবে আবেগে;
জমা আছে বহু আশ হবে শেষ কবে যে।