কম্পিত চিত্তে সদা মন যে শুধায়,
থাকে মন সংশয়ে কি হয় কি হয়-
দুরু দুরু বুকে তাই মিনতি জানাই;
সুস্থিত থাকি যেন আমরা সবাই।
সহসা উদিল জাগি এ স্বপন খানি,
করোনা সরায়েছে তার কড়াল চাহনী-
উধাও যে হয় কোন দূর মহাকালে;
ফিরেও না তাকায় এই ধরণী কূলে।
স্বপ্ন যা দেখি যেন সত্য তা হয়,
বধিয়া করোনার এই অকাল প্রলয়-
হোই যেন আগুয়ান রচিয়া ঊষার;
ফিরুক যে ধরণীর অতীত বাহার।