অকূল ভুবনে সীমানা ছাড়িয়ে,
কোন সে আলোর স্বপ্ন রাঙিয়ে-
ছুটে চলি একা কোন সে পথে;
নিশানা না বুঝি সত্যের সাথে।
অজানা অচেনা লাগে যে মনে,
হৃদয় পাতার কম্পিত তনে-
করুণ স্রোতের লহরীর কোলে;
আদিম সুরের নেশা মাখা ছলে।
ছুটে চলি একা মরীচিকা পথে,
বালুরাশি ঝরে আঁধারের সাথে-
পদে পদে খুঁজি নিশানা পলকে;
শেষ না যে পাই, মেলে না ঝলকে।
ভরা ভবে তবু খুঁজে চলি দিশা,
ছলনায় কাটে পুরো দিবা নিশা-
খুঁজে ফিরে চলি দু নয়ন খুলে;
শান্ত ধরণী কভু না যে মেলে।