চরম শ্রমে ময়ূর মহল,
শোভায় যারা গড়ছে-
তারা সদা চিলতে ঘরে;
মরণ ফাঁদে মরছে।
দিচ্ছে যারা ধনীর ভুখে -
হরেক দামী আহার,
মহাজনের পদ তলে;
তাদের জমছে ঋণের পাহাড়।
ধনীর মেয়ের দামী পোশাক,
হরেক সাজের কায়দা-
গরীব মেয়ে পায় না কদর;
না তোলে কিছুর ফায়দা।
ধনী মানুষ ব্যস্ত সদা,
থাকে অলঙ্কারেই দৃষ্টি;
হায়রে গরীব পায় না কিছুই -
এ কি আজব সৃষ্টি।