জীবন যে  হয় শেষ শ্মশানে বা কবরে,
চিরতরে হয় নাশ অনলের পাতালে-
শেষ হয় সবকিছু না যে ভরে কিছুতে;
তবু কিছু যায় থেকে আত্মার কোটরে।

প্রাণভরা আঁখি জোড়া যদি থাকে দানেতে,
জ্বেলে যেতে পারে দীপ অদেখার আলোতে-
দুটি প্রাণে দেয় উঁকি দ্যুতি ঝরা মালাতে;
জ্যোতিটুকু থাকে চেয়ে আত্মার আঁখিতে।

এসো তবে করি দান মরণের পরে তে,
দেহ দান আঁখি দান বিকশিত প্রাণেতে-
হৃদয় মিলন মেলায় নয়নের আভাতে;
বেঁচে যাক ধরণী, মেলে দ্যুতি জগতে।

শপথের আবাহনে মিলে করি সকলে,
অন্ধ জনের চোখে প্রভা জ্বালি ভূতলে-
এসো তবে সবে মোরা হৃদয়ের আলোকে;
মরণের পরে যদি বাঁচি দুটি প্রাণেতে।