করোনা তুমি কেমনে হলে সৃষ্টি,
কেন তবে দেখাও প্রলয় দৃষ্টি-
কত জনেরে ফোটাও মৃত্যু কামড়ে;
আহত কর কতরে বিষের ছোবলে।
কত সংসার হল ছিন্ন গতিতে রুদ্ধ,
কত প্রাণ হলো অন্ধ কবর বদ্ধ-
না জানি কবে রুখবে তোমার শ্বাস;
নিপাত হবে তব সকল সর্বনাশ।
মেতেছো বটে ভয়াল খুনের নৃত্যে,
মাতবে সবে কবে তব শেষকৃত্যে-
হুশিয়ার তবে থামাও তোমার গতি;
জ্বালাও কেবল নর কূলের জ্যোতি।
এসো তবে সবে মিলে করি ব্রত,
করোনার করি ধ্বংস লীলার ক্ষত-
নিয়মের জালে বদ্ধ করে সবারে;
বাঁচাই আহত দেশের প্রাণভ্রমরারে।