কত মাস দিন বছর পেরিয়ে-
শহুরে ভিড়ে নিজেকে হারিয়ে,
আবদ্ধতার মহা প্রান্তরে;
খুঁজে ফেরে মন অতীতটারে।
ফুলের গন্ধ পবনের পরে,
রেশটুকু তার লুকায়ে প্রাণে-
হৃদয় স্পর্শে কত ভাবনারে;
মুছে যায় তারা মননের তরে।
জীবন আঁধার তুচ্ছ ভরায়ে,
সুখহীন মায়া ধরা দেয় প্রাণে-
পথের ক্লান্তি বুকেতে হারিয়ে;
খোঁজে মন সেই মায়াবী কায়ারে।
কোন সে জনম বহু যুগ আগে-
কথা দিয়েছিলে ভরা অনুরাগে;
দেখা হবে ফের প্রাণের মাঝারে,
হবে মিল তীথির অন্তরাগে।
কথাটুকু সাজে হৃদয় পরশে,
চলেছি পথে জীবনের সাঁঝে-
খুঁজেছি অনেক, খুঁজি যে স্বপনে;
চেনা অবয়ব পরিসর মাঝে।