চিত্ত বড়ই চঞ্চল আজ,
হৃদয় ছুঁয়ে থাকে-
মনের মাঝে বড়োই একা;
কিসের অনুরাগে।
উদাস আজি মনন মাঝে,
বর্ষ শুরুর সাজে-
না জানি কবে দুখের সাঁঝে;
সুখের বাঁশি বাজে।
বৈশাখী ওই তুমুল ঝড়ে,
তপ্ত চপল ধরা-
হৃদয় জুড়ে কতই স্বরে;
স্বপ্ন পাগল ঝরা।
কিবা মাঙি, কিই বা পাবো,
আঁধার অশ্রু পরে-
শান্ত হৃদে কোথায় যাবো;
শূন্য আসন করে।