এ জীবনে চিনি সেই কত শত জনে,
পারি না তো বুঝিতে এই আমিটারে -
দোষে ভরা যত গুণ মাঝে চলি ভেসে;
তবু আমি কি যে তাই না যে হৃদে মেশে।

কত হাসি কত কাঁদি জানি সে তো মিছে,
জানি না যে কেন থাকি মিলি এত মিশে-
কি যে সুখো বেদনায় পুষি মনে বারে;
তবু কাজে রাখি সাথে বাঁধি এই প্রাণে।

কত চাওয়া পাওয়া ছিল ভবো সংসারে,
মায়া ভরা পাওয়া মাঝে খুঁজি আপনারে-
খুঁজি ফিরি জানা জন চেতনার পরে;
অচেনাই সবে লাগে সদা মোর প্রাণে।