চন্দ্রছটায় কাঁপলো ভূমি,
মোরা যে গরব প্রাণে-
হাতের মুঠোয় চাঁদ ঐ তুমি;
ভারত রত্ন যানে।
ঐতিহাসিক চন্দ্র বিজয়,
মহা আকাশের নীড়ে-
বিক্রম আজ বড় বিস্ময়;
সেলাম দেশের তীরে।
রোভার এবার করবে কত,
নানান্ হিসাব নিকাশ-
অজানায় হবে সাক্ষী যত;
সারা দুনিয়ার আকাশ।
সার্থক হোক সব গরিমা,
হোক যে সফল ক্লেশ-
ভারত ধ্বজায় হোক মহিমা;
জগতে থাকুক রেশ।