কপালের মহা দোষে কিযে সাজাটাই,
কব্জির আঘাতে বড় কাবু ভাই-
নব এক অনুভূতি মনে জাগে তাই;
ব্যথার প্লাবনে কভু নিস্তার নাই।
কি যে হল ঐ দিন বেলাশেষে ভাই,
পড়ে গিয়ে কব্জিতে লেগে গেল তাই-
মহা বেগে আঘাতে লিগামেন্টটাই;
হাড়ের আহতি শুধু ভাঙন যে নাই।
লক ডাউনের জেরে ডাক্তার নাই,
কোন ক্রমে মহা খুঁজে এক জনা পাই-
এক্সরের প্লেট দেখে জাগে আশাটাই;
হাড়গুলো মহা বাঁচা বেঁচে গেছে ভাই।
ব্যথার লাঘব কবে ভরসা না পাই,
কবে পাবো তব মিঠে পরশটা তাই-
ওষুধের বেড়াজালে পড়ে আছি ভাই;
সব কাজ এক হাতে পেরে উঠি নাই।