সকাল থেকেই একি হাল,
বৃষ্টিরাণীর খামখেয়াল-
মনটা থাকে উদাস সুরে;
কর্মলীলার ছুটির দিনে।
হোক না তবু বর্ষা সময়,
ছুটির দিনে এ কি প্রলয়-
সারাটা হপ্তা কাজের পরে;
রোববারটা আসুক সুখে।
হপ্তা জুড়ে কাজের প্রকাশ,
ছুটির দিনে বৃষ্টি আকাশ-
একটু আড্ডা একটু চা পান;
নইলে মন যে উথাল পাথাল।
বৃষ্টি বিভোর দিনটা সারা,
ঘরের মাঝেই মাতোয়ারা-
অস্থিরতায় জাবর কাটি;
অধম অগুণ ছড়া লিখি।