চপলা ওগো হরিণী তুমি বাদল তনয়া তুমি,
সবকিছু ভুলে মুছে দিয়ে যাও রাঙিয়ে ধরণী -
না এলে তুমি পিপাসু ধরা ভাসায় করুণ বুক;
তোমার বিরহে দুখের সাঁঝে রহে না মোদের সুখ।
বিহনে তোমার অভিমানে কেউ উদাসীন হয়ে ওঠে,
মেলাহীন হয় জীবনধারা শব্দ ফোটে না ঠোঁটে-
কপোত কপোতী সোহাগে মাতে তোমার শ্রীময়ী দেখে;
প্রেমিক প্রেমিকা লীলায় সাগরে তোমাতেই ভালোবেসে।
রুনু ঝুনু ওই নৃত্য নূপুরে জাগাও মোদের তন,
অফুরান ওই বৃষ্টি ধারায় ভাসাও প্রেমের মন-
দুকুল ছাপিয়ে নিয়ে দেখো ওই নদনদী যায় ভেসে ;
রূপসী বর্ষা এসেছো তুমি রুদ্রশীলার বেশে।
অবিরাম তুমি তবুও এসো এই পৃথিবীর বুকে,
সদা পাশে থাকো নিশিদিন রুখে স্বপ্ন জাগিয়ে দুখে-
সাফাই সাক্ষী হও যে তুমি ভাইরাসটার নাশে;
জীবন প্রাতে সঙ্গী হয়ে থাকো অহরহ পাশে।