আজি শরৎ মেঘে বাদল বাহার,
বৃষ্টি মাখা ভাদ্র সকাল;
বর্ষা রাণীর প্রেমের আঁচে-
স্বপ্ন ছোঁয়া ভোরের বাঁকে।
বাদলা মেয়ের খামখেয়ালে,
মনটা ভাসে উদাস কুলে-
একটু আড্ডা একটু চা পান;
নইলে মন যে উথাল পাথাল।
হালকা বাদল মাতলো সারা,
ঘরের মাঝেই মাতোয়ারা-
অস্থিরতায় জাবর কাটা;
আবোল তাবোল সাদা মাটা।
ঝিরি ঝিরি সুর সজল ধারা,
হিমেল বাতাস বৃষ্টি সারা-
শাওন হৃদয় মধুর সাঁঝে;
মন যে রঙিন নীরদ সাজে।
উদ্বেলিত হিয়ার লাজে,
কোন সে স্মৃতি বক্ষ মাঝে-
মনন কোণে কার ঐ ছবি;
হৃদয় দোলার ছোঁয়ায় মজি।