ধুম্র মেঘের এ কি বাহার !
পাহাড় কোলে যায় যে মিশে-
মেঘ মোহিনী মায়ায় কাহার;
মাদকতায় মাতলো কিসে।
বর্ষা রাণীর মাতাল শ্বাসে,
বজ্র মুখর বৃষ্টি মাঙে-
নীরদ মেঘের ভেলায় ভেসে;
মনের কোণে ছবি আঁকে।
মাতলো পবন গগন আঁধার,
শস্য শ্যামল রঙিন দেশে-
ফুটলো বনে ফুলের বাহার;
বাদল মেঘের মত্ত আঁশে।
মোহিত বেতাল সকল ধারায়,
বর্ষা মেয়ের নৃত্য রূপে-
অলস সময় ভাসে ভেলায়;
হৃদয় জুড়ুক বাদল সুখে।