বন্ধু আবার দেখা হবে,
দ্বিপ্রহর প্রশমিত আলো ভরা রবে-
শান্ত নিবিড় মায়ামাখা ছায়াতে;
আবছা নৈশ প্রহর প্রথম প্রভাতে।
ক্লান্ত যখন হবো, দুই পাখি খোঁজে,
দেখা হবে চকরেরল সুন্দর ভবে-
মুগ্ধ জোছনা মিশে যাবে যেথায়;
দেখা হবে সেখানে, মরমে রেখে তোমায়।
শ্রান্ত পাখি ফেরে যেথা গোধূলি সাঁঝে,
দেখা হবে দখিনা হাওয়ার মাতাল বেশে-
দেখা হবে অজানায় প্রশান্ত আভাতে;
ভাবন নিথর গভীর শান্ত ভাষাতে।
দেখা হবে বারে বারে হাতে হাত ধরে,
পলকে ঝলকে সজল প্রতি দিন-রাতে-
দেখা হবে উজান ভরা টানে মুখরিত গানে;
হৃদকাঁপা ভালোবাসা অনুভূতি টানে।
বন্ধু আবার দেখা হবে এই মম দেশে,
শান্ত ধ্বনিত নিত্য মনোময় বেশে-
স্রোতভাঙা ভরাজল নদীদ্বীপ তীরে;
জাগরিত কুসুমিত প্রাণ জোড়া শেষে।