(করোনা ভাইরাসের ভয়াল হত্যা লীলায় যাঁরা তাঁদের অমূল্য প্রাণের আত্মবলিদান দিয়েছেন তাঁদের মহান আত্মার চির শান্তি কামনা করি।
মানবজাতির এই লড়াইয়ে
আশু মৃত্যু হোক ভয়াল করোনা ভাইরাসের - সদা এই বাসনাই অন্তরে রাখি।)
**💐**🙏**💐**🙏**
ভীষণ যে থাকি আজ ভয়ে ভয়ে,
পরলোকে যায় লোক শয়ে শয়ে-
যাই মাঝে বাজারেতে পায়ে পায়ে;
থাকে সেথা লোকজন গায়ে গায়ে।
তাই সদা প্রাণে জ্বলি ভয়ে ভয়ে,
পথে ঘাটে লোক নাহি শয়ে শয়ে-
অফিসেতে না তো যাই পায়ে পায়ে;
জনগণ না তো চলে গায়ে গায়ে।
কেন জানি মনে ভারি ভয়ে ভয়ে,
চারিপাশে ভাইরাস শয়ে শয়ে-
কখন যে আসে তারা পায়ে পায়ে;
বাসা বাঁধে এই মোর গায়ে গায়ে।
টিভির খবরে চোখ ভয়ে ভয়ে,
কত দেশ পীড়িত শয়ে শয়ে-
মানুষ যে লড়ে সেথা পায়ে পায়ে;
জয়ের শপথে রহে গায়ে গায়ে।
ভাবি বসে এ কথাই ভয়ে ভয়ে,
ভাইরাস আসে যদি শয়ে শয়ে-
পাতালেই ভাবি যাই পায়ে পায়ে;
থাকে নাতো কেউ সেথা গায়ে গায়ে।